মিঠুনের দৃষ্টিতে ব্যর্থতার কারণ
বুধবার ক্রাইস্টচার্চে পৌছানোর টেস্ট সিরিজে নিজের এবং দলের সমস্যার কারণ খুঁজতে গিয়ে মোহাম্মদ মিঠুন অনেককিছুই স্পষ্ঠ করলেন। পেছনের দুই টেস্টে নিজের ব্যাটিং প্রসঙ্গে বললেন- ‘দেখুন ওয়ানডে ও টেস্ট দুটো দুই ধরনের ক্রিকেট। ওয়ানডের সঙ্গে টেস্টের কোন মিল নেই। ওয়ানডেতে বোলার যে পরিকল্পনা নিয়ে বল করে টেস্টে থাকে ভিন্ন পরিকল্পনা। আর এই কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়ার মতো যথেস্ট সময়ও ছিলো না আমাদের। তাছাড়া ওরা যে ধরনের বল করছে, যে গতিতে বল করছে-আমরা খুব অভ্যস্ত না তাতে।’